পরিশ্রমে ফল পাওয়া যায়।
আমি প্রায়ই ১০ বছর ধরে কাজ করে আস্তেছি কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ফল পাইনি। কিন্তু আমি আশা করি আল্লাহর রহমতে আমি ভালো কিছু করব। আমি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে রটের কাজ করি। এই রটের কাজে হার ভাঙ্গা পরিশ্রম করতে হয়। কিন্তু এই পরিস্থিতিতে কোনো ভাবেই কুলে উঠতে পারতাছি না। একদিন হঠাৎ করে জর আসল।এ দিকে অনেক টাকার প্রয়োজন কারণ আমর এইচএসসি পরীক্ষার ফরমখিলাপ শুরু হয়ে গেছে হাতে কোনো টাকা ছিল না।তার পর দুই দিন পর আল্লাহ আমার জর ভালো করে দিল। পাঁচ দিন কাজ করে টাকা উপার্জন করে ফরম খিলাপের টাকা দিলাম। কষ্টে ভরা জীবন আমার কষ্ট নাহি মনে হয়। I won a $3.00 reward from ClipClaps, open ClipClaps to share bonus with me. #eyJpZCI6IjY1NTU2MDY5IiwidHlwZSI6MX0=# https://www.clipclaps.com/?activity_spin=65556069 আপস টি ইন্সটল করুন এবং $3 ডলার বোনাস পাবেন। https://www.facebook.com/profile.php?id=100034182091377