রোলেক্সের ঘড়ির দাম কত?
বর্তমানে আমরা আমাদের নিজেদের জন্য অনেক ধরনের এক্সেসরিজ ব্যাবহার করি। হতে পারে সেটা হাতের ঘড়ি অথবা পায়ের জুতা। কিন্তু, সবসময়ই চেষ্টা করি সেই জিনিসটি যেনো একটু অন্যরকম হয়। অর্থাৎ অন্যদের থেকে ভালো এবং মনোমুগ্ধকর হতে হবে। এই এক্সেসরিজগুলোর মধ্যে থেকে অন্যতম চোখ ধাধানো একটি এক্সেসরিজ হচ্ছে ঘড়ি। একটি সুন্দর ঘড়ি আপনি সুন্দরভাবে হাতে পরলে সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। এই ঘড়িরও অনেক ব্র্যান্ড রয়েছে। যারা অনেক দামী দামী ঘড়ি বাজারে বিক্রি করে থাকে। এদের মধ্যে অন্যতম খ্যাতিসম্পন্ন একটি ঘড়ির ব্র্যান্ডের নাম হচ্ছে ‘রোলেক্স’। আজ এই ব্র্যান্ডটির ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো কিছু তথ্য। এই ব্র্যান্ডের ঘড়ির দাম লাখ লাখ টাকা, কিন্তু এর কারন কি। এসব কিছুই জানানোর চেষ্টা করবো আজকে। তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক বিস্তারিতঃ ‘রোলেক্স’ অনেক বছর ধরেই ঘড়ির বাজারে রাজত্ব করে চলেছে। এই ঘড়ির কিছু মডেল রিলিজ হতে না হতেও সেগুলো দখলে নিয়ে নেয় ধনী ব্যাক্তিরা। ‘রোলেক্সে’র নির্মানশৈলীর মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক দামী দামী জিনিস। যে কারনে এর দামও ধরা হয় সেভাবে। এর মধ্যে শুরুতে কথা বলা যাক এদের ঘড়...