Posts

Showing posts with the label সামাজিক পরিবেশ।

সামাজিক পরিবেশ।

 মানুষ যে চিন্তা-চেতনা,ধ্যান-ধারনা, রীতিনীতি, আইনকানুন, শিক্ষাদীক্ষা,সভ্যতা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণের মাধ্যমে ব্যবসায় প্রভাবিত হয়, তাকেই সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের উপাদানগুলো অনুকূল থাকলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। পৃথিবীর প্রতিটি দেশের সামাজিক পরিবেশ ভিন্নতর। একটি দেশের মানুষ কী কী শিক্ষা এবং কী কী জিনিস গ্রহণ করবে তা তার সমাজ থেকে পায়। মানুষ তার নিজের দেশের ভাষা, রীতিনীতি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আচার-আচরণ দ্বারা নিজেদের সমাজকে সমৃদ্ধ করে।