Posts

Showing posts from December, 2021

একটা মজার কথা জেনে নিন।

  লক্ষ্য অর্জন করতে পারলে, সেটা যত ছোটই হোক না কেন, মানসিক শক্তি বাড়িয়ে দেয় অনেকখানি৷ তাই প্রতিদিন কোনও না কোনও ইচ্ছা বা ছোটখাট পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করুন৷ সেটা হতে পারে পুরোনো বন্ধু বা আত্মীয়ের সাথে যোগাযোগ, কোথাও বেড়াতে যাওয়া, যেকোনো কিছুই৷ এবং দেখি এসএসসি, এইচএসসি,বিএ, অনার্স পর্যন্ত কে এই বাক্য সংক্ষেপণের উত্তর দিতে পারো। অকালে পক্ব হয়েছে যা-  প্রশ্ন    ‌         উঃ ( …………….)। অক্ষির সমক্ষে বর্তমান-   প্রশ্ন উঃ (.................)।        3.   অভিজ্ঞতার অভাব আছে যার-   প্রশ্ন উঃ (..................)।        4.অহংকার নেই যার-       প্রশ্ন              উঃ (....................)।        5.আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার-   প্রশ্ন             উঃ (...................)। যারা পারবেন তারা উত্তর: ...

সুস্থ থাকার সঠিক পরামর্শ জেনে নিন।

  স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম.

কোন ওষুধ সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Image
ওষুধের নাম       কোবি r                    রোগ  নির্দেশনা:     স্মরণ শক্তি                                    হ্রাস,ডিমেনশিয়া(বুদ্ধিবৃত্তিক  (জিংকগো বিলোবা          কর্মহীনতা),অ্যালজাইমারস ডিজিজ       ৬০ মিগ্রা)                    (ভুলে যাওয়া),কানে  ভোঁ ভোঁ শব্দ,        ৫×৬                            ইন্টারমিটেন্ট ক্ল্যাউডিকেশন,শিরার    ক্যাপসুল                        অকার্যকারিতা ও ডায়াবেটিস। 💊💊💊💊💊 সেবনবিধি: ১ ক্যাপসুল দিনে ২ বার        দাম প্রতি বক্স        অধবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী       ...

সামাজিক পরিবেশ।

 মানুষ যে চিন্তা-চেতনা,ধ্যান-ধারনা, রীতিনীতি, আইনকানুন, শিক্ষাদীক্ষা,সভ্যতা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণের মাধ্যমে ব্যবসায় প্রভাবিত হয়, তাকেই সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের উপাদানগুলো অনুকূল থাকলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। পৃথিবীর প্রতিটি দেশের সামাজিক পরিবেশ ভিন্নতর। একটি দেশের মানুষ কী কী শিক্ষা এবং কী কী জিনিস গ্রহণ করবে তা তার সমাজ থেকে পায়। মানুষ তার নিজের দেশের ভাষা, রীতিনীতি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আচার-আচরণ দ্বারা নিজেদের সমাজকে সমৃদ্ধ করে।

Business environment.

 ব্যবসায়ের সাফল্য কতগুলো উপাদানের ওপর নির্ভরশীল। এসব উপাদানের অনুকূল উপস্থিতি ব্যবসায়ের উন্নতি এবং অনুপস্থিতি অবনতি ঘটাতে পারে। ব্যবসায়ে  প্রভাববিস্তারকারী অনেকগুলো উপাদান বিশেষ করে, বহিস্থ উপাদান,যেগুলো অনিয়ন্ত্রণযোগ্য, সেগুলোর সমষ্টিই ব্যবসায় পরিবেশ। ব্যবসায়ে প্রভাববিস্তারকারী প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানসমূহের সমন্বয়ে ব্যবসায় পরিবেশ গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের সার্বিক ব্যবসায়িক পরিবেশ মোটেও আশানুরূপ নয়। বিভিন্ন পরিস্থিতি ও কার্যক্রম নানাভাবে এদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নে সমস্যা সৃষ্টি করে।

European kotha

 European Union laws require you to give European Union visitors information about cookies used and data collected on your blog. In many cases, these laws also require you to obtain consent. As a courtesy, we have added a notice on your blog to explain Google's use of certain Blogger and Google cookies, including use of Google Analytics and AdSense cookies, and other data collected by Google. You are responsible for confirming this notice actually works for your blog, and that it displays. If you employ other cookies, for example by adding third party features, this notice may not work for you. If you include functionality from other providers there may be extra information collected from your users.

My test.

When I started SSC exam. I started studying two months ago. I pray five times and I call Allah. And may Allah forgive me. I cry to God every day and say, "God, give me the gift of my test being good." After that I took the test and I felt much better. After that my test was good. I always trust my God. If you ask Allah, you must give.thanks for you guys. 

Techniques for speaking English,

 আমি ইংরেজিতে কথা বলতে পারি না তবে আমার মনে হয়। আমি ইংরেজিতে কথা বলতে পারব।কারণ আমি অলরেডি কথা বলতে পারি। আপনারা যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে অনেক চেষ্টা করতে হবে।