Business environment.
ব্যবসায়ের সাফল্য কতগুলো উপাদানের ওপর নির্ভরশীল। এসব উপাদানের অনুকূল উপস্থিতি ব্যবসায়ের উন্নতি এবং অনুপস্থিতি অবনতি ঘটাতে পারে। ব্যবসায়ে প্রভাববিস্তারকারী অনেকগুলো উপাদান বিশেষ করে, বহিস্থ উপাদান,যেগুলো অনিয়ন্ত্রণযোগ্য, সেগুলোর সমষ্টিই ব্যবসায় পরিবেশ। ব্যবসায়ে প্রভাববিস্তারকারী প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানসমূহের সমন্বয়ে ব্যবসায় পরিবেশ গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের সার্বিক ব্যবসায়িক পরিবেশ মোটেও আশানুরূপ নয়। বিভিন্ন পরিস্থিতি ও কার্যক্রম নানাভাবে এদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নে সমস্যা সৃষ্টি করে।
Comments
Post a Comment
Don't share any links.